বিসমিল্লাহির রহমানির রাহিম
আসছে আগামী ২৮/০২/২০২৫ ইং তারিখ রোজ শুক্রবার অলিপুর উচ্চ বিদ্যালয় মাঠে (মতলব উত্তর, চাঁদপুর) সহীহ আক্বিদার সদস্য ও পরিবার কর্তৃিক আয়োজিত এক বিশাল সিরাতাল মুসতাকিম কনফারেন্সের আয়োজন করা হয়েছে। উক্ত কনফারেন্সে আলোচনা করবেন
১! শায়েখ ড: ইমাম হোসেন
সহযোগী অধ্যাপক, জাতীয় বিশ্ববিদ্যালয়, গাজীপুর।
২! মাইনুল ইসলাম বিন আব্দুল কাইয়ুম
খতিব, জুরানপুর কমপ্লেক্স জামে মসজিদ, দাউদকান্দি, কুমিল্লা।
৩! আব্দুল মালেক মিয়াজি
সিনিয়র মুদাররিস, জামি'আ দারুত তাওহীদ।
ইমাম ও খতিব, দহুলিয়া সালাফি জামে মসজিদ, কচুয়া, চাঁদপুর।
৪! আতাউর রহমান বিন জয়নাল আবেদীন
প্রতিষ্ঠাতা পরিচালক, দারুল ইসলাম কমপ্লেক্স, মতলব উত্তর, চাঁদপুর।
কোরআন তিলাওয়াত করবেন
হাফেজ বায়জিদ বিন কবির
অনুষ্ঠান পরিচালনা করবেন
মুহাইমিনুল ইসলাম
সার্বিক নির্দেশনায়: এনামুল হক রাঢ়ী
সার্বিক পরিচালনায়: মফিজুল ইসলাম মাহফুজ
যোগাযোগ: 01819063833
01721131729 whatsapp, imo, viber, line
Facebook:
https://www.facebook.com/dspmahfuz
লোকেশন: শ্রী রায়ের চর থেকে সি এন জি দিয়ে সুজাতপুর বাজার থেকে অটোতে কলসভাঙ্গা হয়ে অলিপুর।
মতলব থেকে সি এন জি দিয়ে সুজাতপুর বাজার থেকে অটোতে কলসভাঙ্গা হয়ে অলিপুর।